প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জরুরি কাজে মোটরসাইকেলে চড়ে পার্শ্ববর্তী ছাতক শিল্প নগরীতে যাচ্ছিলেন দুই সহোদর জয়নাল ও আয়নাল। পথিমধ্যে নরসিংপুর-নোয়ারাই সড়কের ভেঙে পড়া বিধস্ত মৌলা ব্রিজের গোড়ায় কোনো প্রতিবন্ধকতা না থাকায় এবং বাম পাশের নড়বড়ে কাঠের সেতুটির অবস্থান আগে থেকে অনুমান করতে না পারায় সামনে এগুতেই নিয়ন্ত্রণ হারিয়ে খালে পতিত সেই বিধস্ত ব্রিজের উপর সিটকে পড়ে মোটরসাইকেলটি।
এতে আরোহী বড় ভাই জয়নাল মাথাসহ তার শরীরের বিভিন্ন অঙ্গ ফেটে গেলে ঘটনাস্থলেই মারা যান তিনি। গুরুতর আহত হন তার ছোট ভাই আয়নাল। তাৎক্ষণিক পথিকসহ স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীনকে মৃত ঘোষণা করেন এবং তার ছোট ভাই আয়নালকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে একই স্থানে মোটরসাইকেলসহ অনেকেই মর্মান্তিক দূর্ঘটনার শিকার হন। তবুও এতসব হতাহতের ঘটনার পরও ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি।