সিলেট ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে সিলেট নগরীর যানজট। সকাল থেকে রাত পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। নগরবাসী, বিশেষজ্ঞ ও প্রশাসনের সঙ্গে কথা বলে জানা গেছে—মূলত চারটি কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে। এগুলো হলো অস্থায়ী সিএনজি স্ট্যান্ড, ফুটপাত দখল, পার্কিং সংকট ও সরু সড়ক।
এ চারটি কারণেই নগরীর সড়কগুলো ক্রমে অচল হয়ে পড়ছে। বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, মদিনা মার্কেট, টিলাগড়, শিবগঞ্জ, সুবিদবাজার, তালতলা, কালীঘাট, রিকাবীবাজারসহ প্রায় সব এলাকাতেই সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগে থাকে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আম্বরখানা, বন্দরবাজার এলাকায় দেখা যায়, সারি সারি সিএনজি ও রিকশা দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। এতে চরম ভোগান্তিতে পড়েন পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা।
হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাহেদ তালুকদার বলেন, “সকাল, দুপুর, বিকেল—সব সময়ই যানজট। রাস্তায় সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো এবং ফুটপাত দখল হওয়াই প্রধান কারণ।”
ফুটপাত দখল আর যেখানে-সেখানে যাত্রী ওঠানামার কারণে নগরীর মূল সড়কগুলো অনেকাংশে দখল হয়ে পড়েছে। বিশেষ করে দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, শিবগঞ্জ ও মিরাবাজার এলাকায় এই চিত্র আরও প্রকট।
এদিকে, অধিকাংশ বিপণিবিতান ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব পার্কিং না থাকায় ক্রেতা ও শিক্ষার্থীদের যানবাহন রাস্তায়ই দাঁড় করানো হয়। এতে সড়কের ব্যবহারযোগ্য অংশ আরও কমে আসে। মদিনা মার্কেট এলাকায় দেখা গেছে, দোকানের সামনে হকারদের পসরা ও অটোরিকশার অস্থায়ী স্ট্যান্ড মিলিয়ে মূল সড়কই যেন পরিণত হয়েছে বাজারে।
স্থানীয় বাসিন্দা জাহেদ আহমদ বলেন, “প্রতিদিনই এখানে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়। পার্কিং ব্যবস্থা না থাকা, ফুটপাত দখল আর অস্থায়ী স্ট্যান্ডই এখন সবচেয়ে বড় সমস্যা।”
সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, নগরীর ফুটপাত ও সড়ক দখল, অবৈধ স্ট্যান্ড স্থাপন এবং পার্কিং সংকটই যানজটের মূল কারণ। পাশাপাশি সরু সড়ক এবং অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশাগুলোও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তবে সম্প্রতি পুলিশ অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামায় কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “যত্রতত্র যাত্রী ওঠানামা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মামলা দিচ্ছে। তবে নগরীতে ধারণক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি সিএনজি অটোরিকশা চলাচল করছে, যা নিয়ন্ত্রণ করাই বড় চ্যালেঞ্জ।”
বিশেষজ্ঞরা বলছেন, যানজট নিরসনে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। তাদের মতে, অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদ করতে হবে, ফুটপাত দখলমুক্ত করতে হবে, পার্কিং ব্যবস্থাকে বাধ্যতামূলক করতে হবে, সরু রাস্তা প্রশস্ত করে বিকল্প রুট তৈরি করতে হবে।