সিলেট ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে মো. নিরব মিয়া (২০) নামক এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে গ্রেপ্তার করে।
নিরব মিয়া দক্ষিণ সুরমা থানার মোমিনখলার আলাউদ্দিনের কলোনির বর্তমান বাসিন্দা ও কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার হাবলীপাড়া গ্রামের মো. অভিমিয়া ও মোছা. ডরনা বেগমের ছেলে।
এসময় তার হেফাজত থেকে ৩২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।