সিলেটভিউ’র প্রতিনিধি সম্মেলন চলছে

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

সিলেটভিউ’র প্রতিনিধি সম্মেলন চলছে

লন্ডন বাংলা ডেস্ক ::

‘একযুগ পেরিয়ে নবযুগে, নবোদ্যমে’ এই স্লোগান নিয়ে বৃহত্তর সিলেটের প্রথম ও পাঠকপ্রিয় অনলাইন গণমাধ্যম সিলেটভিউ২৪ডটকম ও সিলেট ভিউ মাল্টিমিডিয়ার প্রতিনিধি সম্মেলন চলছে।

 

শনিবার (১৮ অক্টোবর) ১০টায় জিন্দাবাজার বারুতখানাস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিদের রেজিস্ট্রেশনের মাধ্যমে এই প্রতিনিধি সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ দিদার আলম চৌধুরী নবেলের সভাপতিত্বে এবং সহকারী সম্পাদক পিংকু ধরের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, আব্দুল জব্বার কল্যান ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল জব্বার জলিল, মোগলগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশ্চিম সদর উচ্চবিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি শাহ জামাল নুরুল হুদা।

 

 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র সাব এডিটর শাকিল জামান।

 

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেটভিউ২৪ডটকম’র বার্তা সম্পাদক এনামুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুল ইসলাম কামাল, সুব্রত দাস, নিজস্ব প্রতিবেদক জুনেদ আহমদ চৌধুরী, রাশেদুল ইসলাম সোয়েব, মো. রবিউস সানি, এহিয়া আহমদ, নিজস্ব প্রতিবেদক (মাল্টিমিডিয়া) নিবেন্দু তালুকদার নিয়ম, জয়ন্ত কুমার দাশ, ফটো সাংবাদিক নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাল্টিমিডিয়া ইনচার্জ শাহ মিনসাদ আলম চৌধুরী, ক্যামেরাপার্সন মোজাম্মেল হক, শহীদুল ইসলাম সবুজ, আহমেদ শাহীন, ভিডিও এডিটর অয়ন মেইরাং থেম, সাত্তার হোসেন, সৈয়দ তোফায়েল আহমদ, ক্যামেরাপার্সন আক্তার হোসেন, আরমান আহমদ, অফিস সহকারী সাইদুল ইসলাম।

 

 

সম্মেলনে সিলেটভিউ২৪ডটকম’র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত রয়েছেন, নিজস্ব প্রতিবেদক গোয়াইনঘাট এম এ মতিন, নিজস্ব প্রতিবেদক বিশ্বনাথ প্রনঞ্জয় বৈদ্য দিপু, নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ শহীদনুর আহমদ, ওসমানীনগর প্রতিনিধি রনিক পাল, বালাগঞ্জ প্রতিনিধি জিল্লুর রহমান জিলু, কোম্পানীগঞ্জ প্রতিনিধি আব্দুল জলিল, বিয়ানীবাজার প্রতিনিধি হাফিজুর রহমান তামিম, গোলাপগঞ্জ সংবাদদাতা হারিছ আলী, কানাইঘাট প্রতিনিধি মাহবুবুর রশিদ, জৈন্তাপুর সংবাদদাতা জাহিদুল ইসলাম জাহিদ, শাবিপ্রবি প্রতিনিধি মোফাজ্জল হক, জকিগঞ্জ প্রতিনিধি মো. কয়েস আহমদ, কুলাউড়া প্রতিনিধি শাহবান রশিদ চৌধুরী অনি, শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুল ইসলাম, রাজনগর প্রতিনিধি আব্দুর রহমান সোহেল, কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, জুড়ী প্রতিনিধি মঞ্জুরে আলম লাল, শান্তিগঞ্জ প্রতিনিধি সামিউল কবির, দিরাই প্রতিনিধি হিল্লোল পুরকায়স্থ, দোয়ারাবাজার প্রতিনিধি তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রতিনিধি মো. জাকারিয়া চৌধুরী, বানিয়ায়াচং প্রতিনিধি জসিম উদ্দিন, মাধবপুর প্রতিনিধি সানাউল হক চৌধুরী শামীম, শাল্লা প্রতিনিধি সন্দীপন তালুকদার, আজমিরীগঞ্জ প্রতিনিধি এনামুল হক মিলাদ।

 

সম্মেলনের বিভিন্ন পর্যায়ে সিলেটের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।

 

‘সংবাদের সাথে সারাক্ষণ’ শ্লোগান নিয়ে একযুগ ধরে সিলেটভিউ পাঠক ও বিজ্ঞাপনদাতাদের ভালবাসায় ধন্য।

Spread the love