বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

বিশ্বম্ভরপুরে তাহিয়া একাডেমিতে ফ্রি মেডিকেল ক্যাম্প
 প্রতিনিধি / সুনামগঞ্জ::
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সচেতনতায় লক্ষ্যে আলোচনা সভা ও  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর)উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে তাহিয়া একাডেমির আয়োজনে দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গেণে দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ ফারজানা রশিদ তামান্না।
মাওলানা আলীম উদ্দিন এর সভাপতিত্বে ও তাহিয়া একাডেমির পরিচালক সাংবাদিক শফিউল আলম এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,শেখ দিলোয়ার হোসেন। তিনি বলেন অনন্তপুর গ্রামের মানুষ আমার আপনজন,এ গ্রামের মানুষের সবছেয়ে বড় দুর্ভোগ নিকটে কোন স্বাস্থ্য কমপ্লেক্স নেই তাই এখানকার মানুষের উন্নত চিকিৎসার জন্য শহরে যেতে অনেক কষ্ট হয়। উপজেলার সাথে সড়ক যোগাযোগ স্থাপন করা হলে ফতেপুর ইউনিয়নের মানুষের জীবন মান উন্নয়ন হবে।
ডাক্তার ফারজানা রশিদ তামান্না বলেন,এখানে আরো আগে আসা দরকার ছিল পরবর্তীতে আরো কয়েকজন ডাক্তার সহ আসব।
উপকারভোগীরা জানান, আমাদের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ’র সুযোগ্য কন্যা ডাক্তার ফারজানা রশিদ তামান্না আন্তরিক ভাবে স্বাস্থ্য সেবা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি তিনি আগামী দিন গুলোতে আমাদের পাশে দাড়াঁবেন।
এ সময় সকলেই তাহিয়া একাডেমি ও দারুল কুরআন  মাদ্রাস অনন্তপুর’র উত্তরোত্তর সফলতা কামনা করেন।

Spread the love