সিলেট ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জে এক যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে আটক হওয়া ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।
আটককৃত মো. কাউছার আহমদ (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান, সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় কাউছারকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
ওসি জানান, তাকে আদালতে সোপর্দ করা হবে।