সিলেট ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট নগরীর লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে একশ’ দুই লিটার চোলাইমদসহ একজন গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেইটের সামনের পাকা রাস্থার উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি- এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা বাগান (মাজ লাইন) এলাকার মৃত রুমেধের ছেলে সমন্ত ভূমি (৩৫)।
জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২নং প্রবেশ গেইটের সামনে অভিযান পরিচালনা করে একশ’ দুই লিটার চোলাইমদসহ একজন গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৮, তাং-১৮/১০/২০২৫খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণীর ২৪(গ)/৪১ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৮, তাং-১৮/১০/২০২৫খ্রিঃ ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর সারণীর ২৪(গ)/৪১ রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’