তিনি শুক্রবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে পৌঁছলে সেখানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন গ্রামবাসী।
তিনি দূর্ব্বাকান্দা গ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং মসজিদে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।
তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
স্বাধীনতার পর এই প্রথম কোনো জেলা প্রশাসক দূর্ব্বাকান্দা গ্রামে আগমন করায় এলাকাবাসীর মধ্যে আনন্দ প্রকাশ করেন।
জেলা প্রশাসকের আগমন উপলক্ষে দূর্ব্বাকান্দা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় গ্রামের শত শত মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল,শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্তা সাহা,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো.বুরহান উদ্দিন,বিএনপি নেতা মো.জিয়াউর রহমান জিয়া।
গ্রামবাসীর পক্ষে,মো.দারগা আলী,মো.বেলায়েত হোসেন,মো.মুর্তুজ আলী, আলী আকবর,মো.আদম আলী,মাওলানা বশির আহমদ,মেম্বার সাইদুল ইসলাম,মো.আব্দুল বারিক,ননি দেব নাথ,মাওলানা ওয়াকিব মিয়া,মো.নুর আলম,মো.আব্দুর নুর,মো.জসিম উদ্দিন,সাবেক মেম্বার অলেক মিয়া প্রমুখ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া মৌখলা ও শ্যামনগর গ্রাম বাসীর সাথে মত বিনিময় করেন। পরে পাথারিয়া বাজার পরিদর্শন করেন,জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।