বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র ,ব্যারিস্টার এম এ সালাম

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫

বিএনপির ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র ,ব্যারিস্টার এম এ সালাম

বালাগঞ্জ / প্রতিনিধি ::

 

বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি মূলমন্ত্র বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

 

 

 

তিনি মঙ্গলবার রাতে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আলী যুক্তরাজ্য গমন উপলক্ষে, বিদায়ী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সকল মানুষের কল্যাণ ও মৌলিক অধিকার প্রতিষ্টা হবে। দেশে আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না, দেশের টাকা পাচার হবে না, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্টা পাবে।তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১-দফা কর্মসূচির প্রচার ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে তৃণমূল পর্যায়ে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান। পরে যুক্তরাজ্য গমন উপলক্ষে, বিদায়ী সংবর্ধিত অতিথি পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহিন আলীর হাতে ক্রেস্ট তুলে দেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম।

 

 

 

 

বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহরম আলী মেম্বারের সভাপতিত্বে উক্ত উঠান বৈঠক ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজি নুর মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ সুরুজ আলী (মেম্বার) সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল জলিল বেলান, দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মকসুদুর রহমান নুহেল,বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ,বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ,শ্রমিক দল নেতা জাহেদ আহমদ শাহরুফ আহমদ আনোয়ার মিয়া কামরুল আহমদ ওয়াহেদ আহমদ, শুয়েব আহমদ, ওমান প্রবাসী জাকির মিয়া প্রমুখ।

Spread the love

আর্কাইভ

October 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031