রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৫

রংপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার রংপুরঃঃ

নগরীতে মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ১৫ নং ওয়ার্ডের আক্কেলপুর এলাকাবাসী।  পুর্ব শত্রুতার জেরে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই মহিলার ঝগড়া লাগলে নিজে নিজে মাথা ফাটিয়ে মোঃ নুর ইসলাম (৪৫), মোঃ রোকনুজ্জামান (৩৪)মোঃ রবিউল ইসলাম (৩৬) মোঃ গোফরান (৫৫) মোঃ আরমান মিয়া (২৫) মোছাঃ দেলোয়ারা বেগম (৪০) মোছাঃ রোসনা বেগম (৪৫)সহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন দোলন মিয়া।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দর্শনামোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উক্ত মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে দেলোয়ারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার দোলন মিয়া নামে এক ব্যাক্তি হয়রানি মূলক ভাবে সাতজনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৫ জনের নামে মামলা দায়ের করে। আমি এই মামলা প্রত্যাহারসহ মিথ্যা মামলা দায়েরকারী আওমী লীগ দোসর দোলন মিয়ার শাস্তির দাবি জানাচ্ছি। নাসিমা বেগম বলেন, ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই মহিলার মাঝে ঝগড়া হয়। ঝগড়া করে দোলনের মা বাড়ি চলে যায়। পরে শুনি দোলনের মায়ের মাথা ফেটে গেছে। ওরা নাকি মেডিকেলে ভর্তি হইছে। আমরা এই মিথ্যা মামলা’র প্রত্যাহার চাই।

 

এলাকাবাসীর পক্ষে তুহিন মিয়া বলেন, বাদী দোলন মিয়া ছাত্রলীগ লীগের দোষর। তিনি ওয়ার্ড ছাত্রলীগের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিল। বিগত সরকারের আমলে দোলন এলাকার সাধারণ মানুষদেরকে মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করত। এখনো সে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে। আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।

 

তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম সবদারকে মুঠোফোনে কল দিলে তিনি জানান, মারামারির যে ঘটনাটা ঘটেছিল। তার সত্যতা আছে। সেজন্য আমরা মামলা রুজু করেছি। তদন্তকারী অফিসার তদন্ত করে দেখবেন। যারা এই মামলার সাথে সম্পৃক্ততা নেই। তাদের নাম চারসিট থেকে বাদ পড়বে। 

 

এসময় শফিকুল ইসলাম, গোলজার হোসেন, সিদ্দিকুর রহমান, দুলাল মিয়া,  বকুল মিয়া, রওশন মিয়া, রফিক মিয়া, রুবেল মিয়া, আনসার মিয়া, আপেল মিয়া, রাজু মিয়া, লালু মিয়া, জাহাঙ্গীর আলম,মিয়া জান, আক্কেল পুরের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728