সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
বিলাল উদ্দিন/কুয়েত::
কুয়েত এসো রক্ত দান বাঁচবে তোমার রক্তে অন্যের প্রাণ ” এ শ্লোগানে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ। কুয়েতের সাথে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর (সুবর্ণ জয়ন্তী) পূর্তি ও তারুণ্যের উৎসব-২০২৫ উদ্যাপনের অংশ হিসেবে।
বাংলাদেশ দূতাবাস, কুয়েত ও ইউএন হ্যাবিডেউ কুয়েতের যৌথ উদ্যোগে কুয়েত জাবরিয়াস্হ আল মোবারক হসপিটালে কুয়েত কেন্দ্রীয় ব্লাড বাংকে শুক্রবার ৩১ জানুয়ারি দুপুরে এক রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রক্তদান কর্মসূচি বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন পি,এস,সি’র,ড্বলিউ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন মায়ানমার দূতাবাস প্রধান ও কুয়েত ব্লাড ব্যাংক এর ডঃ হাছছাহ আল হোসাইন।
কুয়েত প্রবাসী বাংলাদেশী বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখা অসংখ্য সদস্যবৃন্দ রক্ত দান কর্মসুচিতে অংশ গ্রহন করেন। এ ছাড়া বিপুল সংখ্যক প্রবাসীরা রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।