সিলেট ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৃথক স্থান থেকে তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার চুনারুঘাট থানার পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
এর মধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের জুয়ার লালচান গ্রামের আমির আলীর ঘর থেকে সামিনা খাতুন (২০) ও মিরাশী ইউনিয়নের মহদিরকোনা গ্রামের নিজ ঘর থেকে অনিক মিয়ার (১৮) লাশ উদ্ধার করা হয়।
সামিনা খাতুন উপজেলার জুয়ার লালচান গ্রামের আমির আলীর মেয়ে। অনিক মিয়া একই উপজেলার মহদিরকোনা গ্রামের কাছুম আলীর ছেলে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার বাসিন্দা ময়না মিয়ার ছেলে অনিক মিয়াকে শিশু অবস্থায় দত্তক আনেন কাছুম আলী। কয়েক বছর ধরে অনিক মানসিক রোগে আক্রান্ত হন। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করতে পারেন। তবে সামিনা খাতুনের মৃত্যু নিয়ে কোনো ধারণা করা যাচ্ছে না।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, লাশ দুটি উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।