সিলেট ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২৫
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যে এটি জানানো হয়।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পেমেন্ট ব্যালেন্স ও ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) অনুযায়ী হিসেব করলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় ২২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, দেশের রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আইএমএফের ঋণপ্রাপ্তির অন্যতম শর্ত ছিল নিট রিজার্ভ জুনের মধ্যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকতে হবে। সেই শর্ত জুনের মধ্যে পূরণ করতে পারবে বাংলাদেশ ব্যাংক।