যুক্তরাজ্য যুবদলের ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ৭, ২০২৫

যুক্তরাজ্য যুবদলের ঈদ শুভেচ্ছা

ঈদ উল আযহা উপলক্ষে জাতীয়তাবাদি পরিবারসহ বিশ্বের সকল মুসল্লীদের যুক্তরাজ্য যুবদলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরী।

 

 

এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রতিটি মুসলমান উদযাপন করবেন  ধর্মীয় উৎসব ঈদ উল আযহা। ঈদ উল আযহা শুধু পশু কোরবানির আনুষ্ঠানিকতাই নয়, এ ঈদ সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। ত্যাগের মহিমায় ভাস্বর এই উৎসব আমাদের শিক্ষা দেয় সহানুভূতি, দায়িত্ববোধ ও একে অপরের পাশে দাঁড়ানোর মহান আদর্শ।

 

বার্তায় আরো বলা হয়, দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল আযাহা উদযাপিত হচ্ছে। গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ন ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে। তাদের পাশে থাকতে হবে। ঈদুল আযাহার  আনন্দে যেন সমাজের সব শ্রেণির মানুষ শরিক হতে পারে, সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের সচ্ছল মানুষের দায়িত্ব। কোনও অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য সচ্ছল ব্যক্তি তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা।

 

 

ঈদ বার্তায় বলা হয়, আত্মত্যাগের এক অবিস্মরণীয় ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তায়ালার কুরবানীর বিধান মানবজাতির সৃষ্টিলগ্ন থেকেই কার্যকর হয়ে এসেছে। শ্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন ও অনুপম আদর্শের প্রতীকি নিদর্শন হিসেবে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর পশু কোরবানী দেয়, এর মাধ্যমে মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। কোরবানীর ঈদ বিশ্বমুসলিমের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব।

 

বিজ্ঞপ্তি:- শিপন আহমদ- প্রচার সম্পাদক, যুক্তরাজ্য যুবদল।

 

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031