দিরাইয়ে সিসিটিভি ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রে প্তা র ৩

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

দিরাইয়ে সিসিটিভি ফুটেজ দেখে চোরাই মোটরসাইকেল উদ্ধার,  গ্রে প্তা র ৩
  • লন্ডন বাংলা ডেস্কঃঃ

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। একই সাথে  মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিরাই বাসস্ট্যান্ড-থানা রোডসংলগ্ন রাসেন্দ্র মার্কেট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দিরাই থানা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে।

 

 

এরই প্রেক্ষিতে বুধবার সকাল ৯টায় এসআই (নি:) নিউটন মৃধা ও এএসআই (নি:) সুব্রত পাল এর নেতৃত্বে পুলিশের একটি দল প্রথমে দিরাই পৌরসভার ঘাগটিয়া (মরাখালী) এলাকা থেকে আফাজ মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করে।

 

 

 

 

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২৫ মিনিটে কালধর এলাকা থেকে হুসাইন আহমদ রুয়েল ওরফে ময়না মিয়া (২৩) ও দুপুর পৌণে ১২টার দিকে তেতৈয়া এলাকা থেকে ফয়জুর রহমান নামের অপর এক যুবককে গ্রেফতার করা হয়। ফয়জুরের দেওয়া তথ্য অনুযায়ী তার বাড়ির বারান্দা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 

 

 

উদ্ধারকৃত মোটরসাইকেলটি একটি পুরাতন বাজাজ ডিসকভার ১২৫ সিসি (কালো রঙের)। যার ইঞ্জিন নম্বর JZZWCF 47571, চেসিস নম্বর MD2A15BZOCWF 94551, এবং রেজিস্ট্রেশন নম্বর সিলেট-হ-১৩-৫৫২২। উদ্ধার করা মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

 

 

 

 

 

 

দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে প্রয়োজনীয় পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। দিরাই থানা পুলিশ জানায়, এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আরও তদন্ত চলমান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031