সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ বিশ্বনাথ ::
গোসলরত ছেলে-মেয়ের সামনে সেলফি তুলতে বাঁধা দেওয়ার বিশ্বনাথে এক যুবকের উপর হামরা চালিয়ে আহত করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় থানায় মামালা দায়ের করেছেন আহত যুবক। শনিবার দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে গোসলরত ছেলে-মেয়ের সামনে সেলফি তুলতে বাঁধা দেওয়ার সঞ্জয় ভট্টাচার্য্য বিজু (৪০) নামক এক সংখ্যালঘু যুবকের উপর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার হেলাল মিয়ার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠে। হামালায় আহত সঞ্জয় লামাকাজী ইউনিয়ন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
হামলার ঘটনায় আহত সংখ্যালঘু যুবক সঞ্জয় ভট্টাচার্য্য বিজু বাদী হেলাল মিয়া মেম্বারকে প্রধান অভিযুক্ত করে ৪ জনের নাম উল্লেখ এবং আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে রবিবার (২৬ জানুয়ারী) বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২০ ।
মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- মাহতাবপুর গ্রামের মৃত বদর উদ্দিনের পুত্র জুবায়ের আহমদ শিবলু (২৫), মাধবপুর গ্রামের আশক আলীর পুত্র সুহেল মিয়া (২৬), মৃত আবদুল খালিকের পুত্র জমির উদ্দিন (৫০)।
এ ব্যাপারে প্রধান অভিযুক্ত হেলাল মিয়া মেম্বার বলেন, ব্যবসার কারণে খাওয়া-ঘুমের সময় পাচ্ছি না। আর ছবি তুলা পরের কথা। সকল অভিযোগ মিথ্যা। বরং দিঘীতে যাওয়ার কারণে তিনি আমার সাথে চরম খারাপ ব্যবহার করেছেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এলবিএন/২৬০জা/০৩/ন