সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি নিহত হন। ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে নিহত হন সনজিত কুমার ও কামাল হোসেন। তাদের মরদেহ তিন দিন পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার রাত ৯টার দিকে পোরশা উপজেলার হাপানিয়া সীমান্তের জিরো পয়েন্টে তাকা বৈঠকের মাধ্যমে লাশগুলো হস্তান্তর করা হয় । বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্বে দেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুর ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক জোশি হর্ষি।
মরদেহ হস্তান্তর শেষে বিজিবির হাপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোকলেছুর রহমান জানান, বিএসএফের গুলিতে নিহত সনজিত কুমার ও কামাল হোসেনের লাশ রাতেই পোরশা থানা পুলিশের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ভারতের অভ্যন্তরে থাকা লাশ দুটি ভারতীয় আইনি প্রক্রিয়া শেষ করে বিজিবির কাছে হস্তান্তর করতে তিন দিন বিলম্ব হয়েছে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার সকালে নিতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সনজিত কুমার, কামাল হোসেন ও মফিজ উদ্দিন নামে তিন বাংলাদেশি নিহত হয়। ভারতের অভ্যন্তরে থাকায় দুজনের লাশ বিএসএফ নিয়ে যায়। আর বাংলাদেশের অভ্যন্তরে থাকায় বুধবার রাতেই মফিজ উদ্দিনের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলবিএন/ সূত্র ২৭ জা/০৩/র আমাদের সময়