সিলেট ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০
প্রতিনিধি/ছাতক
ছাতকে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দোকানকোটা খোলা রাখার অপরাধে শহরের ৩টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে দেশে করোনা ভাইরাস সংক্রমক প্রতিরোধে কাঁচামাল, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রির দোকান একটি নিদিষ্ট সময় পর্যন্ত খোলা এবং ফার্ম্মেসী ছাড়া মার্কেট, বিপনী বিতানসহ সকল প্রকার দোকানপাঠ বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে।
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে এসব ব্যবাসীয় প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ গোলাম কবির অভিযান চালিয়ে মহরের ভিশন ইলেকট্রনিকস থেকে ২০ হাজার, ফয়সল আমদের প্লাস্টিক সামগ্রির দোকান থেকে ১৫ হাজার এবং এনাম আহমদের প্লাষ্টিক সামগ্রির দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানের সময় সুনামগঞ্জ র্যাব-৯এর সদস্যরা সাথে ছিলেন।