সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের ছাতকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি(২য় পর্যায়ে) প্রকল্পের আওতায় উপজেলার ৬০ জন কৃষককে এ প্রশিক্ষণ দেয়া হয়।
সোমবার সকালে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচাল মোহাম্মদ ফখর উদ্দিন। প্রশিক্ষক হিসেব উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিভাগের প্রকৌশলী নাজির আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান।
এসময় উপ সহকারী কৃষি কর্মকর্তাএনামুল ইসলাম পারভেজ, আলাউদ্দিন, সোয়েব মাহমুদ, মশিউর রহমান, বিদ্যুৎ তালুকদার, আরিফ চৌধুরী, নাছির উদ্দিন, আনিছুর রহমানসহ প্রশিক্ষনার্থী কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপ পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন কালারুকা ইউনিয়নের, কালারুকা নূরুল্লাপুর ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন এলাকায় ভুট্টা, সরিষা ও সূর্য্যমুখী প্রদশর্নী খামার পরিদর্শন করেন।##
এলবিএন/২৭-জ/বি/র০৭-২২