সিলেট ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ২২, ২০২০
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
দোয়ারাবাজারে নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করেন দোয়ারাবাজার উপজেলা সদর হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হাসান মাহমুদ। বৃহস্পতিবার সকালে দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ১৪০ জন নিম্ন আয়ের পরিবারের মধ্যে নগদ টাকা সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ( ছাতক- দোয়ারাবাজার) আসনের এমপি মুহিবুর রহমান মানিক। উপজেলা সদর হাসপাতালের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ হাসান মাহমুদ বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের ফলে নিম্ন আয়ের মানুষজন কর্মহীন হয়ে পড়ায় তাদের মধ্যে আমার ব্যক্তিগত কিছু নগদ সহায়তা দিয়েছি। আমার পরিবারের সাধ্যানুযায়ী তাদের সহায়তা করেছি। সমাজের বিত্তবানদের এভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।