সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/ সুনামগঞ্জঃঃ
১৯১ কোটি ৬৭ লাখ টাকায় ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (২৮ জানুয়ারি) শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভায় ছাতক- দোয়ারাবাজারসহ অন্যান্য প্রকল্প সমূহের অনুমোদন দেওয়া হয়।
দোয়ারাবাজার – ছাতকের আওতাধীন সুরমা নদীর ডান তীরে অবস্থিত দোয়ারাবাজার উপজেলা পরিষদ কমপ্লেক্স, লক্ষীবাউর ও বেতুরা এলাকার নদীর তীর সংরক্ষণে অনুমোদিত প্রকল্পটির খরচ ধরা হয়েছে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা।
সভার শেষে বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। প্রকল্পগুলোর মোট ব্যয় ৬ হাজার ২৭৬ কোটি ২৪ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ২ হাজার ৯৬২ কোটি ৩২ লাখ টাকা বলে জানান পরিকল্পনামন্ত্রী। মন্ত্রী আরও জানান, অর্থ দিয়ে প্রকল্প এলাকার জমি অধিগ্রহণ, পুনর্বাসন, ক্ষতিপূরণ ও ইউটিলিটি স্থানান্তরের কাজ সম্পন্ন করা হবে।
একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নকারী পরামর্শক ও স্বাধীন প্রকৌশল পরামর্শক সেবার মাধ্যমে নির্মাণ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তদারকি করা হবে। এ জন্য প্রয়োজনীয় কম্পিউটার সামগ্রী, ভাড়া ভিত্তিক যানবাহন ব্যবহার করা হবে। প্রকল্পের আওতায় ৭২ জন সরকারি কর্মকর্তা বিদেশ সফর করবেন। তাদের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান এম এ মান্নান।