সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/ দিনাজপুরঃ
দিনাজপুরে এক্সক্যাভেটরের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন । নিহতরা হলেন-নবাবগঞ্জ উপজেলার সেগুনবাগান গ্রামের সাইদুর রহমানের ছেলে সুজন (৩৫), সেতাবুল ইসলামের ছেলে ওসমান গণি (৩০) ও বিপ্লব হোসেন। জেলার বিরামপুরে উপজেলার জেললাগাড়ি এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রামপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান এ খবর নিশ্চিত করে বলেন, মোটর সাইকেলে তিনজন বিরামপুর থেকে নবাবগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে একটি এক্সক্যাভেটরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাকেল আরোহীরা নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালরে মর্গে প্রেরন করেছে।
এলবিএন/২৯-জ/দি-প্র/এস/৭০/-০২