ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

আন্তর্জাতিক ডেস্কঃ

ভিয়েনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা আয়োজন করে  ‘বঙ্গবন্ধু পরিষদ ভিয়েনা’। গত শনিবার ভিয়েনার স্থানীয় একটি হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি পালন করা হয়।

 

আফরিদা আলম পূর্না এবং মুন হোসাইনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবিন মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, সহ সভাপতি মানিক চৌধুরী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুর রহিম পাকন, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত সুলতানা মিষ্টি।

 

আরও উপস্থিত ছিলেন- ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব তারাজুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের কনসুলেট আরনস্ট গ্রাফ, কনসুলেট ভলফগাং ভেনিনগার, অস্ট্রিয়া ইন্টারন্যাশনাল কালচারাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভা জামান, মিজানুর রহমান খান, পারভেজ মনোয়ার, মীর তরুন, কাঞ্চন মিয়াসহ প্রবাসী বাংলাদেশীরা।

এলবিএন/আ/২৯জা/র-০৩

Spread the love