সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি সুনিামগঞ্জঃঃ
সুনামগঞ্জে চাচার হাতে এক ভাতীজা খুন হয়েছে। জেলার দক্ষিন সুনামগঞ্জ উপজেলায় ক্ষেত থেকে খিড়া তোলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুরাদপুর গ্রামে বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহতের নাম মো. চাঁন মিয়া (৪৭)। মুরাদপুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার চাচা মো. শফিক মিয়াকে আটক করেছে পুলিশ। শফিক মিয়া একই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মুরাদপুর গ্রামে হাওরে খিড়া ক্ষেতে কাজ করার সময় খিরা উত্তোলন করা নিয়ে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে চাচা মো. শফিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ভাতিজা মো. চাঁন মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে চাচা মো. শফিক মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘জমি থেকে খিড়া পাড়া নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত চাচাকে পুলিশ আটক করেছে। এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এলবিএন/২৯জা/র-০৩