সিলেট ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের প্রবীন সংগঠক, বিশিষ্ট কমিউনিটি নেতা, লন্ডনস্হ বাংলাদেশ সেন্টারের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব হাফিজ মজির উদ্দিন আর নেই। (ইন্না লিল্লাহ ই ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লন্ডন বাংলাদেশ সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান মুহিব প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা হাফিজ মজির উদ্দিনের মৃত্যুসংবাদটি নিশ্চিত করেন।
মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং বাংলাদেশ সময় সকাল ১০ টায় সিলেটের নূরজাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বৎসর।প্রয়াত মজির উদ্দিন কমিউনিটির বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। দীর্ঘ ১৬ বৎসর বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ হার্ট ফাউন্ডেশন সিলেট এর ইউ কে কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে একজন প্রবাসী সংগঠক হিসাবে বিশেষ ভূমিকা পালন করেন যার দরুন বাংলাদেশ হাই কমিশন ও বাংলাদেশ সেন্টার কর্তৃক সম্মাননা লাভ করেন।
হাফিজ মজির উদ্দিন সিলেটের গোলাপগন্জ উপজেলার অধিবাসী ছিলেন এবং লন্ডনের সাউথ ওডফোর্ডে স্বপরিবারে বসবাস করতেন।তার মৃত্যুতে বাংলাদেশ সেন্টারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।