সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে “মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতি বিস্তার ঘটে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধ্যমিক স্কুল পর্যায়ে জাতীয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বুধবার বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিন ব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে উপজেলার এরালিয়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিবানন্দন কুমার দাসের সভাপতিত্বে এবং শিক্ষক শহিদুল ইসলাম ও শিক্ষক বাবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হারুনুর রশীদ ও সদস্য আবদুল কদ্দুছ প্রমূখ। পরে ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে পৃথক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা নিজাম উদ্দিন জালালী। এছাড়া দিন ব্যাপী বিভিন্ন স্কুলে গিয়ে প্রতিযোগিতা পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান। #
এলবিএন/২৯-জ/এস/৭০-১৫