সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের সুস্থতা কামনা করেছ ভয়েস ফর বিশ্বনাথ। যুক্তরাজ্যে প্রবাসী সাংবাদিকদের নিয়ে গঠিত ভয়েস ফর বিশ্বনাথ পক্ষ থেকে তার আশু রোগমুক্তি ও নেক হায়াত কামনা করা হয়েছে।
ওয়ানবাংলানিউজের পক্ষ থেকে সিনিয়র রিপোর্টার আব্দুর রহিম রঞ্জু ফোনে ঢাকায় এমপি মোকাব্বির সাথে সরাসরি কথা বলেন। তিনি এসময় প্রবাসীদের দোয়া কামনা করেন।
উল্লেখ্য গতকাল মঙ্গলবার মোকাব্বির খাঁন করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট এসেছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিকভাবে সুস্থ্য রয়েছেন বলে ফেইসবুকে জানিয়েছেন তার পিএস অসিত রঞ্জন দেব।
সোমবার দুপুরে শ্বাসকষ্ট অনুভব করায় সিএমএইচে ভর্তি করা হয় এমপি মোকাব্বির খানকে। জাতীয় সংসদ অধিবেশনে মোকাব্বির খানের বক্তৃতা দেওয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়।