যুক্তরাজ্য প্রবাসী করোনায় মৃত্যু

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

যুক্তরাজ্য প্রবাসী করোনায় মৃত্যু

লন্ডন বাংলা ডেস্কঃঃ

সিলেটে করোনা কেড়ে নিলো এক যুক্তরাজ্য প্রবাসীর প্রাণ। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। তিনি নগরের বাগবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তখলিছ মিয়া (৬৫) আজ মঙ্গলবার (২৩ জুন) ভোররাত ৪টার দিকে সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

 

 মাউন্ট এডোরা হসপিটালের মার্কেটিং অ্যাডভাইজার মোহাম্মদ রাশেদুল ইসলাম।তিনি জানান, তখলিছ মিয়া (৬৫) বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা। তিনি যুক্তরাজ্য প্রবাসী। গত জানুয়ারি মাসের শেষের দিকে দেশে ফেরেন প্রবাসী তখলিছ মিয়া। পরবর্তিতে করোনার প্রাদুর্ভাবের কারণে তার আর যুক্তরাজ্যে যাওয়া হয়নি।

 

রাশেদুল ইসলাম জানান, গত ১৮ জুন জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় তখলিছ মিয়া মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হন। পরে ২১ জুন তার শরীরে করোনা ধরা পড়ে। ৫ দিন এ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ ভোরে মারা যান তখলিছ মিয়া।মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।এদিকে, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজ শেষে বিশ্বনাথে পারিবারিক কবরস্থানে তখলিছ মিয়ার দাফন সম্পন্ন হয়।

Spread the love