ওসমানীনগরে সোলেমান ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

ওসমানীনগরে সোলেমান ট্রাস্টের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটরে ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের সিকন্দরপুর (পশ্চিম গাও) গ্রামে শতাধিক অসহায় দিনমজুর হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তাপ্রদান করেছেন সোলেমান ট্রাস্ট ইউকে’।

 শুক্রবার বাদ জুম্মা সোলেমান ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে হাজী রফিক মিয়ার বাড়িতে ২ হাজার টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণের পূর্বে অসহায় হতদরিদ্র এসব সাধারণ মানুষদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ব্রদ্ধির লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের উপদেষ্টা হাজি রফিক মিয়া’র সভাপতিত্বে ও সদস্য এইচ.এম. রাশেদ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রধান করেন সোলেমান ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি এ.আর মারজান আল কাদেরী । 

ট্রাস্টের উপদেষ্টা হাজি রফিক মিয়া জানান, বিগত কিছুদিন আগেও আমরা সাদিপুর ইউনিয়নের গাভুরটিকি গ্রামের ৪০টি অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করছি, আজও আমরা আমাদের যতাসাধ্য সহায়তা করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ আগামীতেও আমাদের সহায়তা অব্যহত থাকবে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ট্রাস্টের সিনিয়র সদস্য কাতার প্রবাসী আব্দুল ওয়াদুদ আদনান।

 

ট্রাস্টের প্রধান পৃস্টপোষক লন্ডন প্রবাসী সামসুদ্ধোহা চৌধুরী ও বদরুদ্দোজা চৌধুরী জানান, সোলেমান ট্রাস্ট ইউকে ২০১৯ সালে প্রতিষ্টিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত ধারাবাহিক ভাবে পৃথিবির বিভিন্ন দেশের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।

তার’ই ধারাবাহিকতায় বাংলাদেশেরও অসহায় দিনমজুর মানুষের পাশে থাকার চেস্টা করছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার চেস্টা করবো। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য হাফেজ দিহান আহমেদ, ইয়াকুব আহমেদ, রেদোয়ান আহমেদ, ফারহান আহমেদ ,বোরহান আল ক্বাদেরী,আলামিন আহমেদ, আবিদ আল ক্বাদেরী ও সাঈদ আহমেদ প্রমূখ

 

সচেতনতামূলক আলোচনা শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে ত্রান সামগ্রী বিতরণ

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031