কমলগঞ্জে আট জুয়াড়ি আটক

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

কমলগঞ্জে আট জুয়াড়ি আটক

প্রতিনিধি, মৌলভীবাজারঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ আট জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দেড়টায় উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের বন্দরবাজার এলাকা থেকে নগদ টাকাসহ জুয়াড়িদেরকে আটক করা হয়।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তোফায়েল আহম্মেদ, এএআই আয়েছ মাহমুদসহ একদল রুপসপুর গ্রামের বন্দরবাজারের জসিম উদ্দিনের দোকানের সম্মুখে জুয়াড় আসরে অভিযান চালিয়ে চালিয়ে নগদ ১৮শত টাকা ও ২ বান্ডেল তাসসহ ৮ জুয়াড়িদেরকে আটক করে।

আটককৃতরা হলো- উপজেলার রুপসপুর গ্রামের রাশিদ উল্লার ছেলে শামিম আহমেদ (৪৫), একই গ্রামের হরমুজ আলীর ছেলে সালাউদ্দিন (২২) ও কদর মিয়ার ছেলে রুমান আহমদ (২০), সিদ্ধেশ^রপুর গ্রামের কায়েস আহমেদের ছেলে সুমন আহমেদ (৩০), রহিমপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে সুহেল মিয়া(২২), রামেশ^রপুর গ্রামের চেরাগ মিয়ার ছেলে জহির আহমেদ (৩৬), পতনউষার গ্রামের ফারুক মিয়ার ছেলে জুয়েল আহমেদ (৩৫) ও রাজনগর উপজেলার মরিচা গ্রামের চেরাগ মিয়ার ছেলে আব্দুল হান্নান (২৮)।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক জুয়াড়িকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এলবিএন/৩০-জ-১১/র-১১

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930