সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
প্রতিনিধি, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথেরটিলা এলাকায় হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছে। বুধবার রাত সাড়ে ৭টায় স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে আর্থিক সহযোগিতায় ও মৌলভীবাজার শাখার উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন এর সভাপতিত্বে ও ফটিকুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অরুপ কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পতনঊষার উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. সিকান্দর আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন।
পতনউষার ও শমশেরনগর ইউনিয়নের অর্ধশতাধিক দরিদ্র শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। স্বপ্নের সাঁকো ফাউন্ডেশন ইউ.কে এর নির্বাহী প্রধান কবি নূরজাহান শিল্পী জানান, লন্ডন ও বাংলাদেশ কেন্দ্রিক এই প্রতিষ্ঠান অসহায়, দরিদ্র ও স্কুল পড়–য়া শিক্ষার্থীদের উপকরণ প্রদানসহ নানা ধরণের সহযোগিতা অব্যাহত রাখবে।
এলবিএন/৩০-জ-১১/র-১২