সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জার্মান আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম রতনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, ‘আমাদের সহযোদ্ধা রতন ভাই বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন।
তাঁর অকাল মৃত্যু আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত। রতন ভাইয়ের প্রয়াণে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ গভীর শোক প্রকাশ করছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।’উল্লেখ্য, আনোয়ারুল ইসলাম রতন গতকাল ২৬ জুন স্থানীয় সময় বিকেল ৫ টায় জার্মানের লাংগেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি অনেকদিন যাবত চিকিৎসাধীন ছিলেন।