সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ টেস্ট করে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করা যাবে। রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য জানিয়েছে।বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, আগামী ১৪ জুলাই থেকে আবুধাবিগামী ও ১৭ জুলাই থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত সরকার নির্ধারিত পরীক্ষাগার থেকে কোভিড-১৯ এর পিসিআর টেস্ট সম্পন্ন করে সার্টিফিকেট নিতে হবে।
বিমান সূত্র জানায়, ঢাকা-আবুধাবি-ঢাকা রুটে আগামী ১৪ জুলাই থেকে প্রতি মঙ্গল, বুধ ও শুক্রবার নিয়মিত ফ্লাইট চলবে। তবে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণকারীদের অবশ্যই ঢাকায় দেশটির সরকার নির্ধারিত পিসিআর ল্যাব থেকে যাত্রার ৯৬ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে। শুধুমাত্র নেগেটিভ সার্টিফিকেটধারী যাত্রীরাই মধ্যপ্রাচ্যের ওই দেশটিতে ভ্রমণ করার সুযোগ পাবেন।
সংযুক্ত আরব আমিরাত সরকার অনুমোদিত পরীক্ষাগারের লিস্ট বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।বিস্তারিত বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা বিমানের কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ কল করে জানা যাবে।