সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জ জেলার ছাতকের কৃতি সন্তান শামস ইসলামওয়ার্ল্ড ফেমাস ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার গৌরব অর্জনকরেছেন। ছাতকের সন্তান হিসেবে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তিহওয়ার কৃতিত্ব জানামতে এটিই প্রথম। শামস ইসলাম ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি মরহুম আবুলখয়ের শামছুল ইসলামের নাতী এবং যুক্তরাজ্য প্রবাসী তাহেরুল ইসলাম ওরুবী চৌধুরীর পুত্র।
লন্ডনের বিখ্যাত বিদ্যাপীঠ ইকোনোমিক স্কুল অবলন্ডন(এল এস ই) থেকে প্রথম শ্রেনীতে গ্রেজুয়েশন কমপ্লেট করেন তিনি। ছাতকের এ কৃতি সন্তান অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রিকমপ্লেট করার জন্য ওয়ার্ল্ড ফেমাস ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ভর্তিহয়েছেন।
ছাতকের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব আরজ মিয়াচৌধুরীর মেয়ের দিকের নাতী এবং সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ জেলাআওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর ভাগনে শামস ইসলাম সকলের কাছে দোয়া