সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সাংবাদিক মাহফুজুর রহমান মিথুন (মিথুন মাহফুজ) আর নেই। (ইন্না লিল্লাহি…রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মৃত্যুবরণ করেন তিনি। মিথুন মাহফুজ দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।
মিথুন মাহফুজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই লতিফুর রহমান রিপন বলেন, তারা দুই ভাই রাজধানীর মহানগর প্রজেক্টে একটি বাসায় এক সাথে থাকতেন। তাদের পরিবার গ্রামের বাড়িতে থাকেন। তার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়।
লতিফুর রহমান বলেন, ‘সকাল ৮টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। হঠাৎ ৯টার দিকে দেখি ভাই কথা বলছে না। পরে অ্যাম্বুলেন্সে করে ১০টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিনিয়র এই সাংবাদিকের প্রথম জানাজা দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও শিল্প এলাকায় দৈনিক আমাদের সময় পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। মিথুন মাহফুজের মৃত্যুতে তার কর্মস্থল ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।