ইতালিতে বাংলাদেশিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

ইতালিতে বাংলাদেশিদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

দেশে করোনা ভাইরাসের রিপোর্ট জালিয়াতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী ইতালিপ্রবাসী বাংলাদেশিরা। ইটালিতে ফেরা বাংলাদেশিদের মাধ্যমে নতুন করে ভাইরাস সংক্রমণ ছড়ানোয় সেখানে বসবাসরত গোটা প্রবাসীরা এখন নানা হয়রানীর শিকার হচ্ছেন।

 

বাংলাদেশিদের নিয়ে নানা পরিকল্পনাও নিয়েছে দেশটির সরকার। তাদেরকে বাধ্যতামূলকভাবেই করোনা পরীক্ষা করাতে হচ্ছে। বাংলাদেশ থেকে সম্প্রতি যারা ইটালিতে ফিরেছেন শুধু তারাই নয়, যারা আগে থেকে বসবাস করছেন তাদেরকেও করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হতে বলা হয়েছে৷

 

জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বলছে, স্থানীয় সময় শুক্রবার (১৭ জুলােই) রাজধানী রোমে একটি স্বাস্থ্যকেন্দ্রে করোনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে দেখা গেছে বাংলাদেশিদেরকে।সেখানকার একজন স্বেচ্ছাসেবী জানান, অন্য বিদেশিদের জন্য না হলেও বাংলাদেশিদের পরীক্ষা এখন বাধ্যতামূলক৷ গত কয়েকদিনে সেখানে সাত হাজারের বেশি প্রবাসী পরীক্ষা করিয়েছেন৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ কেউ কেউ বাংলাদেশ থেকে এসেছেন, বাকিরা ফেরত আসাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন৷

 

 

শুধু দেশটির সরকার নয়, প্রবাসীদেরকে তাদের কর্মস্থল থেকেও করোনা পরীক্ষা করাতে বলা হচ্ছে৷ রাকিব নামে একজন বলেন, ‘আমি দেশে যাইনি৷ কিন্তু দুই দিন আগে আমার ‘বস’ বলেছেন, যেসব বাঙালিরা রেস্টুরেন্টে কাজ করে তাদের সবার পরীক্ষা করতে হবে৷ সেইজন্যেই আসা৷’যদিও শুক্রবার (১৭ জুলাই) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশ থেকে গিয়ে কিছু বাংলাদেশি কোয়ারান্টিনের শর্ত মানেননি৷ ‘সম্ভবত’ তাদের কেউ কেউ সেখানে করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছেন৷’

 

পরীক্ষা করাতে আসা জামাল নামে একজন বলেন, ‘প্রবাসীরা যদি নিজেরা সতর্ক থাকতেন তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না৷ আমাদের নিজেদের দোষেই এই আতঙ্ক ছড়িয়েছে৷ এ কারণে বাধ্যতামূলকভাবে এখন সবার করোনা পরীক্ষা করতে হচ্ছে৷’ইতিমধ্যে নতুন করে পরীক্ষা করা বেশ কয়েক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাস ছড়ানোর প্রেক্ষাপটে লাৎসিও অঞ্চলে প্রায় ৩০ হাজার বাংলাদেশির সবার কোভিড-১৯ পরীক্ষা করানো হচ্ছে৷ সেখানে গত এক সপ্তাহে পাঁচ হাজার জনের পরীক্ষার মধ্যে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে৷’

 

মোহাম্মদ রাসেল মিয়া ১ জুলাই চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশ থেকে ইটালিতে ফিরেছেন৷ তিনি জানান, ১৭ দিন বাসায় থাকার পর বিস্তারিত জানতে সরকারি কার্যালয়ে ফোন করেছিলেন৷ সেখান থেকেই তাকে পরীক্ষার জন্য নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রটিতে যেতে বলা হয়েছে৷

Spread the love

আর্কাইভ

July 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031