সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে ওসমানীনগর কিন্ডার গার্টেন এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকালে উপজেলার গোয়ালাবাজারস্থ উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র গার্লস হাই স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার মাধ্যমে উপজেলার ৩২টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট ওসমানীনগর কিন্ডার গার্টেন শিক্ষক এসোসিয়েশন কমিটি গঠন করা হয়।
দ্যা গোল্ডেন ফিউচার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ আব্দুল মুকিত চৌধুরীকে সভাপতি ও উদয়ন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র র্গালস হাই স্কুলের অধ্যক্ষ স্বপন সেনকে সাধারন সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, গ্রীন বার্ডস কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ গৌরী রানী ভট্টাচার্য, চাইল্ডহোম ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা সৈয়দা পারভিন বেগম, খাদিমপুর কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ সুহাদ আহমদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আহবায়ক কমিটির সভাপতি বদরুল আলম চৌধুরী, সদস্য সচিব আলী আমজদ চৌধুরী সিজু, সদস্য আকবর খাঁন, সৌরভ দে। এছাড়া, দ্যা গোল্ডেন ফিউচার কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক শিপলু মিয়া, নিউ নেশন কিন্ডার স্কুলের পরিচালক আব্দুল মন্নানসহ উপজেলার বিভিন্ন কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।