সিলেট ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগরে ‘আমার ঘর আমার স্কুল’, ‘আমার ঘর আমার মাদরাসা’ স্লোগানকে সামনে রেখে ফেসবুক পেইজের মাধ্যমে অনলাইন পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাজপুর মোহাম্মদ নূর মিয়া বালিকা বিদ্যালয় মিলনায়তনে এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাহমিনা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বিদ্যালয় এবং মাদারাসা গুলো সমন্বিত ভাবে এই কার্যক্রম বাস্তবায়ন করছে। ‘ওসমানীনগর মাধ্যমিক অনলাইন স্কুল’ ফেসবুক পেইজ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা এবং ‘ওসমানীনগর অনলাইন মাদ্রাসা’ পেইজ থেকে মাদরাসা শিক্ষার্থীরা এই সুবিধা পাবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপন কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল লেইছ, সাধারণ সম্পাদক রিপন সূত্র ধর, প্রধান শিক্ষক হেলেন বেগম চৌধুরী, মাদারা সুপার মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আবদুল কাইয়ুম প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার, মুমিনুর রশিদ চৌধুরী, রনধীর মোহন, বিজয় প্রসাদ দেব, ছানা উল্লাহ, মাদরাসা সুপার আবদুল হাই প্রমূখ। আগামী শনিবার (২৫ জুলাই) থেকে মাধ্যমিক পর্যায়ের এবং পরবর্তীতে মাদরাসার শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারবে বলে জানানো হয়। অনলাইন পাঠদান কার্যক্রমকে সুন্দর ভাবে পরিচালনার জন্য শিক্ষক মন্ডলীসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।