সিলেট ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
স্টাফ রির্পোটার/ সিলেট ::
সিলেট থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত মো. নুরুল ইসলাম। সে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার বাদুদেব মন্দির গ্রামের মৃত হজরত আলীর ছেলে। সে বর্তমানে ভার্থখলা এলাকার সুইপার কলোনিতে থাকতো। আটকের পর পরে নুরুল ইসলামকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে র্যাব।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় একটি দল দক্ষিণ সুরমার ভার্থখোলা সুইপার কলোনিতে অভিযান চালায়। এসময় মো. নুরুল ইসলাম (৪০) নামের এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্র্রেফতার করা হয় বলে র্যাবের এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়।