সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
স্বাধীনতার মহান স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সিবার্ন ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বছরব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অংশ হিসেবে ভিয়েনার সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে ২ ও ১০ আগস্ট ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সহযোগিতায় এ টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এতে বৃহত্তর নোয়াখালী কিংস ৩৮ রানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।
এ ছাড়া ফাইনাল ম্যাচ উপভোগ করতে বাংলাদেশ দূতাবাসের অন্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক দর্শক ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত ছিলেন।ফাইনাল ম্যাচ শেষে রাষ্ট্রদূত বিজয়ী দলসহ অংশগ্রহণকারী অন্য দলগুলোর খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী বছরগুলোতেও ভিয়েনায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস প্রদান করেন।
পাশাপাশি তিনি বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে দূতাবাসকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়া, অংশগ্রহণকারী দলগুলো ও অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক ধন্যবাদ জানান।অস্ট্রিয়ায় বাংলাদেশের খেলাধুলার প্রসারে অবদান রাখার জন্য দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানান রাষ্ট্রদূত।