সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
জয়নাল আবেদীন, মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভারতের কৈলাশহর সীমান্তে চাতলাপুর চেকপোস্টে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মেডিকেল টিম পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। ৩১ জানুয়ারী শুক্রবার সকাল থেকে একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রতিদিন ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা শুরু করেছে মেডিকেল দল।
জানা যায়, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন সীমান্তবর্তী চেকপোস্ট এলাকার মতো মৌলভীবাজারের চাতলাপুর চেকপোস্টেও মেডিকেল টিম তিনদিন ধরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট মেডিকেল দল ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এ দুইদিনে চাতলাপুর চেকপোস্ট দিয়ে ১৫৮ জন যাত্রী ভারত ও বাংলাদেশে আসা যাওয়া করেন। দুইদিনে ভারত থেকে আসা ২০ জন ভারতীয় যাত্রীর পরীক্ষা নিরীক্ষা করেছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজনীন সুলতানার নেতৃত্বে চাতলাপুর চেকপোস্টে তিন সদস্য বিশিষ্ট মেডিকেল দল সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে আসা যাত্রীদের পরীক্ষা নিরীক্ষা করেন। ডা. নাজনীন সুলতানা বলেন, চাতলাপুর চেকপোস্টে মেডিকেল দল প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করার জন্য থাকতে হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ পরীক্ষা নিরীক্ষা করা হবে। তবে তিনদিনে এ রোগের সন্দেহমূলক কোন রোগী পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ২০ জন রোগী পরীক্ষা করা হয়েছে। তবে করোনা ভাইরাসের কোন লক্ষণ পাওয়া গেলে ওই রোগীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হবে। চাতলাপুর চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার এস.আই জামাল আহমদ বলেন, ভারত থেকে আসা যাত্রীদের প্রতি আমরাও খুবই সতর্ক অবস্থানে আছি।