সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশ থেকে নিউইয়র্ক আসার পথে কানাডায় প্রাণ হারালেন মোছাম্মৎ দেলোয়ারা বেগম। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া ইউনিয়নের চরচাষী গ্রামের বাসিন্দা।জানা গেছে, নিউইয়র্কের জ্যামাইকায় সপরিবারে বসবাসকারী মোহাম্মদ শাহজাহান সরকার ১৮ আগস্ট মঙ্গলবার তার স্ত্রী দেলোয়ারা বেগম এবং মেয়েকে সঙ্গে নিয়ে টার্কিশ এয়ারলাইন্সযোগে নিউইয়র্ক আসছিলেন। বিমানটি কানাডার আকাশসীমায় থাকাকালে নিজ আসনে বসা দেলোয়ারা বেগম হঠাৎ ঢলে পড়েন।
পরবর্তীতে ত্বরিত ব্যবস্থা গ্রহণের জন্য বিমানের পাইলট কানাডার কুইবেক ইন্টারন্যাশনাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।সেখানে দেলোয়ারা বেগমকে জরুরি চিকিৎসার জন্য নামিয়ে রেখে টার্কিশ এয়ারলাইনসের বিমানটি প্রায় সাড়ে তিনশ’ যাত্রীর সবাইকে নিয়ে নিউইয়র্ক চলে আসে। পরে শাহজাহান সরকার পরিবারকে দেলোয়ারা বেগমের মৃত্যুর সংবাদ জানান। তার মৃত্যুর সঠিক কারণ জানতে আরও কয়েক দিন সময় লাগবে বলে জানা গেছে।
দেলোয়ারা বেগমের ছেলে মোহাম্মদ মুকুল মিয়া জানান, তার মায়ের মরদেহ বর্তমানে স্থানীয় ফিনেরাল হোমে রাখা হয়েছে। সেখান থেকে মরদেহ বাংলাদেশে পাঠাতে কানাডার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং হাইকমিশনের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা দিচ্ছেন। তবে কবেনাগাদ কীভাবে কোন ফ্লাইটে মায়ের মরদেহ দেশে পাঠানো হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।