সিলেট ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় ফারহান সাঈদ (২১) নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। কুইন্সের জ্যামাইকায় মা-বাবা আর ভাইয়ের সাথে বসবাসরত ফারহানের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ এলাকায়।গত মঙ্গলবার ভোররাত ৪টার দিকে নিউইয়র্ক আপস্টেটের বিয়ার মাউন্টেন এলাকায় পলিসাইড পার্কওয়ের এক্সিট ১৮-তে গাড়ি দুর্ঘটনায় মারা যান তিনি। দুর্ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। তবে তারা এখন আশঙ্কামুক্ত।
লং আইল্যান্ডে বসবাসকারী ফারহানের বন্ধু ইব্রাহিম ইমু মঙ্গলবার দিনই ‘ইনফিনিটি স্পোর্টস কার’ ক্রয় করেন এবং নতুন গাড়ি নিয়ে আনন্দ করতে লং ড্রাইভে বের হন। ইমু নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন। ধারাণা করা হচ্ছে, ওভার স্পিডের কারণেই তারা দুর্ঘটনার শিকার হন।
জানা গেছে, গাড়িটি মোড় ঘুরানোর সময় একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে পেছনের সিটে বসা ফারহান মারা যান। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।