সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০
স্টাফ রিপোর্টর /এফ জুম্মানঃঃ
সিলেট জেলা ফুটবল দলের বিপক্ষে খেলবে মৌলভীবাজার জেলা ফুটবল দল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলছে ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২০’।
টুর্নামেন্টে সোমবার সিলেট জেলা ফুটবল দলের বিপক্ষে খেলবে মৌলভীবাজার জেলা ফুটবল দল। সিলেট জেলা স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি। দর্শকরা কোনো ধরনের টিকেট ছাড়াই মাঠে বসে ম্যাচটি দেখতে পারবেন বলে জানা গেছে। সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম মাঠে এসে খেলা উপভোগ করতে সবাইকে আহবান জানিয়েছেন।