বাংলাদেশী আমেরিকান সোসাইটির খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

বাংলাদেশী আমেরিকান সোসাইটির খাদ্য সহায়তা প্রদান

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষে সম্প্রতি টাঙ্গাইলে করোনা ভাইরাসে কর্মহীন দুঃস্থ ও বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় । বুধবার (২৬ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি, হুগরা, বাঘিল, হাজরা ঘাট অঞ্চলের চারশ’ পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশী আমেরিকান সোসাইটির পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ কেজি লবন প্রদান করা হয়।বাংলাদেশী আমেরিকান সোসাইটির সম্পূর্ণ অর্থায়ন ও বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মাহবুবুল হক ভূঁইয়া (শিপন), আনোয়ার সাদৎ তানাকা, রিপন মুন্সী, আসিফ ইকবাল সনেট, আব্দুল জলিল, আরিখ খান ও মুরাদ সহ অন্যান্য শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।এসময় হুগড়া ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন (তোফা) সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।

বাংলাদেশী আমেরিকান সোসাইটি লসএঞ্জেলেস এর নতুন একটি সংগঠন । এই সংগঠনটির মূল উদ্দেশ্য লসএঞ্জেলেস এ বাংলাদেশীদের জন্য একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য নিয়ে তার কাজ করে যাচ্ছে । বর্তমানে সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত । বিশেষ করে আমাদের মাতৃভূমি বাংলাদেশের অবস্থা আরো করুন । করোনার কারনে অনেকের কাজ নেই , ঘরে খাবার নেই , কাজ না থাকায় এবং ভাড়া দিতে না পেরে অনেক মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামে চলে যাচেছ । তার উপর অনেক এলাকায় বন্যায় মানুষ অনেক কষ্টে আছে। অনেকর ঘরবাড়ি বন্যায় ভাসিয়ে নিয়ে গেছে সব কিছু হারিয়ে তারা কোন মতে বেঁচে আছে । এমতাবস্থায় বাংলাদেশী আমেরিকান সোসাইটি মানবতার হাত বাড়িয়ে দিল । প্রথমে জুম মিটিংয়ের মাধ্যমে করোনায় এবং বন্যায় বিপর্যস্ত মানুষদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়া হয় ।

লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত জুম সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইদুল হক সেন্টু। সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জুম সভায় বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মাসুদ রব চৌধুরী, শিপার চৌধুরী, ড. জয়নুল আবেদীন, ইঞ্জিনিয়ার মোখলেস ভূইয়াঁ, সাজিয়া হক মিমি, ইলিয়াস সিকদার, খন্দকার মোর্শেদ, রফিকুল ইসলাম, সিদ্দিকুর রহমান ,খইরুজামান মামুন, কাজী গোলাম রহমান মানিক , রাজু সহ অন্যান্যরা । দলের সদস্যদের মধ্য থেকে ১৫,০০০ ডলার সংগ্রহ করা হয় । সিদ্ধান্ত অনুযায়ী সম্পূর্ণ অর্থ করোনা এবং বন্যা কবলিত দেশের দরিদ্র এবং অসহায় মানুষদের কল্যানে ব্যয় করা হবে এবং তিন ধাপে দেশে সাহায্য পাঠানো হবে । এরই ফলস্বরূপ প্ৰথম ধাপে দেশে সাহায্য পাঠানো হয় টাঙ্গাইলে ।

Spread the love