করোনায় মৃত প্রবাসীদের স্মরণে নিউইয়র্কে শোক

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২০

করোনায় মৃত প্রবাসীদের স্মরণে নিউইয়র্কে শোক

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদসহ আড়াই শতাধিক প্রবাসীর আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করেছে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)। একইসাথে করোনা মহামারিতে বিপর্যস্ত কমিউনিটিকে জাগিয়ে তুলতে সকল সাংবাদিক নিষ্ঠার সাথে কাজের সংকল্প ব্যক্ত করেন।

 

নিউইয়র্কসহ সমগ্র যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘এবিপিসি’র এই যৌথ সভা অনুষ্ঠিত হয় ৫ সেপ্টেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। স্বাস্থ্যবিধি মেনে সেক্রেটারি শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাবের নির্বাচন কমিশনার রাশেদ আহমেদ, সহ-সভাপতি মীর শিবলী এবং আকবর হায়দার খান কিরন, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য শিব্বির আহমেদ, আজিমউদ্দিন অভি, তপন চৌধুরী।

 

আলোচনায় আরও অংশ নেন ক্লাবের সদস্য রাজুব ভৌমিক, মোহাম্মদ হোসেন দীপু, আমজাদ হোসেন, তুহিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববাংলা টুয়েন্টিফোর টিভির সিইও আকাশ খান, আরটিভির যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল এবং ভয়েস অব বাংলাদেশ টিভির এ্যাঙ্কর আইরিন রহমানকে ক্লাবের সদস্যপদ প্রদানের নীতিগত সিদ্ধান্ত হয়।

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031