জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশ

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার কর্মী সমাবেশ
৬৯ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

গত ০৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জ্যাকসন হাইটস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির প্যান্ডামিক পরবর্তী এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, কোষাধ্যক্ষ জি.এম ইলিয়াছ, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ।

 

সভার শুরুতে নারায়নগঞ্জ মসজিদে নামাজরত অবস্থা এসির গ্যাস বিষ্ফোরনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং বর্তমান সরকারের প্রধানের প্রতি যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষে বিশেষ অনুরোধ জানানো হয়েছে যে নিহত পরিবারের আগামী দিনে তাদের পূনবাসনের জন্য সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এবং এই বিষয়ে সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে হবে। উপজেলা নির্বাহী অফিসার সাহেদা খানম এর উপর হামলার আমরা গভীর নিন্দা জানাই। প্রতি উপজেলা পরিষদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলার বাহিনীর নিয়োগ প্রদান করতে হবে। বাংলাদেশের আজ জনগণ আনন্দিত এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবকে শ্রদ্ধার সহিত স্মরণ করছে।

 

একমাত্র এরশাদ সাহেব বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম অর্ন্তভ‚ক্ত করেছিলেন। এই ইসলাম ধর্মকে সংবিধান থেকে বাদ দেওয়ার জন্য কিছু কুচিক্রিয় মহল ইসলাম বিরোধী সুপ্রীম কোর্টে রিট আবেদন করেছিলেন। মহামান্য আদালত তাহা খারিস করে দিয়ে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে বহাল রাখেন। পরিশেষে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনাব জি.এম কাদের ও সম্মানিত মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু সাহেবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031