সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বৃদ্ধ। তার লাশ রয়েছে হাসপাতালের হিমাগারে। কে বা কারা এই বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়েছিল, তার খোঁজও মিলছে না এখন। ফলে পুলিশ লাশের পরিচয় জানতে চাইছে।
পুলিশ জানিয়েছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক বৃদ্ধ।। তার স্বজনদের সন্ধান না পাওয়ায় হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে লাশটি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর কোতোয়ালী থানার এসআই রাজীব রায় বলেন, হাসপাতালের রেজিস্ট্রারে ওই বৃদ্ধের ঠিকানা গোয়াইনঘাট লেখা আছে। কিন্তু তার স্বজনদের কারো নাম-ঠিকানা বা নাম্বার পাওয়া যাচ্ছে না। বৃদ্ধের পরিচয় জানা থাকলে ০১৭৩৭৩৫৫৯০১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পুলিশ।