সিলেট ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জঃঃ
বাংলাদেশ ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমিতি (গ্রেড ১৮-২০) এর বালাগঞ্জ উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত মো. দুলাল মিয়াকে সভাপতি ও বালাগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত মো. জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।
কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যগন হলেন, সিনিয়র সহ সভাপতি পদে মো. আব্দুল জব্বার, সহ সভাপতি পদে আমিন আলী, জহিরুল ইসলাম, গোলাম হোসেন, আব্দুল রশিদ, দেবাশীষ দাস দ্বীপ ও শেখ শরিফুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক পদে অলক দাশ, সহ যুগ্ন সাধারণ সম্পাদক পদে দিপক দেব, সাংগঠনিক সম্পাদক পদে মনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক পদে রুবেল আহমদ, দপ্তর সম্পাদক পদে মো. শাকিল মিয়া, অর্থ সম্পাদক পদে শাহ আলম, প্রচার সম্পাদক পদে পংকজ কুমার দাস, সহ প্রচার সম্পাদক পদে হাবিব মিয়া, মহিলা সম্পাদক পদে পারভিন আক্তার, সহ মহিলা সম্পাদক পদে মনিরা বেগম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল মোহিত সোহাগ, সমাজ কল্যান সম্পাদক পদে হরেন্দ্র কুমার দাশ, সমবায় সম্পাদক পদে অজয় কুমার দাস, ধর্ম সম্পাদক পদে আব্দুর নুর, নির্বাহী সদস্য পদে আব্দুর রহমান রাজু, মুহিত লাল রায়, লিংকু দাশ ও লিয়াকত আলীর নাম ঘোষনা করা হয়েছে। এছাড়াও উপদেষ্ঠা হিসেবে মো. আকবর আলী, কাজল আহমদ খান ও মো. সফর আলীর নাম ঘোষনা করা হয়। উল্লেখ্য, সংগঠনটি সারাদেশের ৪র্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে।