সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২০
ঢাকা অফিসঃঃ
রাজধানীর দুই সিটি নির্বাচনের ফল ঘোষণার তিনদিনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ করপোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের উচসচিব (নির্বাচন পরিচালনা-২) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন থেকে অনুমোদনের পর গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়। আজ সেটি প্রকাশিত হয়েছে।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী সিটি করপোরেশন নির্বাচনের পর মেয়র বা কাউন্সিলরদের নাম সরকারি গেজেটে প্রকাশ করে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সরকার বা সরকার কর্তৃক মনোনীত কর্তৃপক্ষ মেয়র ও সব কাউন্সিলরের শপথ গ্রহণের ব্যবস্থা করবে